ঢাকা শহরে তিন সদস্যের একটি প্রতারক চক্রের প্রতারনার কৌশল এবং হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনার নামে আর্থিক অনিয়ম, দুর্নিতি ও লুটপাটের ব্যবসা

আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ঢাকা শহরে তিন সদস্যের একটি প্রতারক চক্রের সাথে। যারা অত্যান্ত কৌশলে, সম্মানের সাথে, আত্নমর্যাদা নিয়ে, মানুষকে ব্লাকমেইল করে আর্থিক অনিয়ম, লুটপাট ও দুর্নিতির মাধ্যমে দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ঢাকার ডেমড়া এলাকায় হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনার নামে প্রতারনার ব্যবসা করে আসছে। এই প্রতারক চক্রের প্রথম প্রতারনার ব্যবসা স্থান হল ঢাকার ডেমড়ার এ্রারোমো হাসপাতাল। সেখান হতে অপমানিত ও অপদস্থ হয়ে বের হয়ে পুনরায় করে স্টাফ কোয়াটার এলাকায় হলি এইড হাসপাতাল। সেখান হতে অপমানিত ও অপদস্থ ও জেল খেটে এবং মারধরের শিকার হয়ে বের হয়ে, আবার প্রতিষ্ঠা করে কোনা পাড়া এলাকায় রয়েল ম্রাক্স হাসপাতাল। কিন্তু আল্লাহর কি রহমত এখানে এসে এই প্রতারক চক্র একই কাজ করে এবং সকলের সামনে তথা হাসপাতালের পরিচালকগন, রোগী , জনসাধারন ও এলাকাবাসীর কাছে তাদের মুখোশ উম্মোচন হয়ে পড়ে। কিন্তু এদের ভিতর না আছে অনুতপ্ত ও অনুশোচনা। এরা নিজেদের পরিচয় দেয় সমাজ সেবক ও উদ্দোগতা হিসেবে। ঢাকার ডেমড়ার কোনাপাড়ায় অবস্থিত রয়েল ম্যাক্স হাসপাতাল। এখানে একটি প্রতারক চক্র ধরা পড়েছে, যারা গত এক যুগ ধরে ডেমড়া এলাকায় ...