মানবদেহের মেরুদন্ড ও মেরুরজ্জুর 10 টি মজার তথ্য - বি পি আর সি
মানবদেহের মেরুদন্ড ও মেরুরজ্জুর 10 টি মজার তথ্য
একজন প্রাপ্ত বয়স্ক মানুষ এর দেহে 206 টি হাড়, 360 টি জোড়া এবং প্রায় 800 এর মত মাংসপেশী রয়েছে। মানবদেহের মেরুদন্ড ছোট বড় 33 টি হাড়ের সমন্বয়ে তৈরি। এই হাড়, জোড়া ও মাংসপেশী সমূহ একএিত ভাবে মানবদেহের স্বাভাবিক কাজকর্ম করার প্রত্যয়ে বিভিন্ন প্রকার মুভমেন্ট প্রতিনিয়ত করে থাকে। এই মুভমেন্ট সমূহ হয়ে থাকে ব্রেনের মাধ্যমে স্পাইনাল কর্ডের সহযোগীতায়।
মানবদেহের মেরুদন্ড ও মেরুরজ্জু সম্পর্কে মজার তথ্য:
* ধুমপান পরোক্ষভাবে মেরুদন্ডের ক্ষতি করে এবং ব্যাকপেইন বাড়িয়ে দেয়। কারন ধুমপান মেরুদন্ডে রক্ত ও পুষ্টি প্রবাহ কমিয়ে দেয়।
* মানবদেহের মেরুদন্ডের মধ্যে অবস্থিত মেরুরজ্জুতে প্রায় 1বিলিয়নের বেশী নিউরন রয়েছে। * মানবদেহের মেরুদন্ডকে প্রায় 120 টি মাসেল এবং 220 টি লিগামেন্ট সাপোর্ট দিয়ে থাকে।
* মানবদেহের মেরুদন্ড ও মেরুরজ্জুর আঘাত ই ব্যাকপেইনের মুল কারন।
* স্পাইনাল কর্ড আঘাতপ্রাপ্ত হলে নিজে নিজে ঠিক হতে পারে না। কিন্তু গবেষনা বলছে যে ক্ষতিগ্রস্থ নার্ভ তার কার্যক্ষমতা নতুন করে ঠিক করে নিতে পারে।
* নার্ভ সেল হল মানবদেহের মধ্যে সবচেয়ে লম্বা সেল বা কোষ।
* মেরুরজ্জুর সক্ষমতার কারনে আমাদের চলাফেরার সময় সিগনাল প্রেরিত হয় পায়ের মাংশে যাতে করে পায়ের পাতা ও পায়ের নড়চড়া অথবা দিক পরিবর্তন সহ অন্যান্য মুভমেন্ট সহজে হয়।
* মানব মস্তিকে আঘাতের পরিমানের উপর নির্ভর করে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্থ হয়। মস্তিস্ক যত ক্ষতিগ্রস্থ হবে, স্পাইনাল কর্ড তত ক্ষতিগ্রস্থ হবে। এর ফলে কার্যক্ষমতা তত পরিমান কমে যাবে।
* স্পানাল কর্ড মানবদেহের ইচ্ছা ও অনিচ্ছাকৃত নড়াচড়া বা মুভমেন্ট গুলো নিয়ন্ত্রণ করে।
* মানবদেহের নার্ভের হেডকোয়াটার হল স্পাইনাল কর্ড, যা পেরিফেরাল নার্ভের সাথে ব্রেনের সংযোগ রক্ষা করে সমস্তপ্রকার মুভমেন্ট নিয়ন্ত্রণ করে।
অধ্যাপক ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর
চেম্বার: বাংলাদেশ পেইন, ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সন্টার
260/6 ঢাকা বিজ্ঞান কলেজ বিল্ডিং, মালিবাগ, ঢাকা
মোবাইল:01827305738
Comments
Post a Comment