ফিজিওথেরাপি : চিকিৎসা নাকি উপদেশ নাকি অন্য কিছু - বি পি আর সি
ফিজিওথেরাপি : চিকিৎসা নাকি উপদেশ নাকি অন্য কিছু
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর নির্দেশনা অনুযায়ী ফিজিওথেরাপি ( বি পি টি) বা ফিজিক্যাল থেরাপি একটি স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। মেডিকেল ( এম বি বি এস) চিকিৎসা এবং দন্ত (বি ডি এস) চিকিৎসার মতোই এটি একটি চিকিৎসা শাখা। একজন ফিজিওথেরাপি চিকিৎসক ফিজিওথেরাপির ধারা অনুযায়ী রোগীর রোগ নির্ণয় করেন এবং চিকিৎসা নির্ধারণ করেন। ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে মেকানিক্যাল থেরাপি, ম্যানুয়াল থেরাপি, মেডিসিন থেরাপি, ম্যানডেটরি এ্যাডভাইছ, ম্যানশনেড এ্যাসিসটিভ ডিভাইছ অন্যতম। তবে সমন্বিত চিকিৎসা বা আইপিএম সবচেয়ে কার্যকর চিকিৎসা। ফিজিওথেরাপি বিশেষজ্ঞগণ তাদের বিশেষ জ্ঞান (এক্সপার্টিজ) অনুযায়ী মাসকিউলো-স্কেলিটাল, অর্থোপেডিক, নিউরোলজি, রিউমাটোলজি, পেডিয়াট্রিকস, জেরিয়াট্রিকস, স্পোর্ট স ইনজুরি, স্পাইন ইনজুরি, ব্যাক পেইন, গাইনোকলজি, কার্ডি ওলজি, রেসপিরেটরি, ডিজএ্যাবিলিটি ও রিহ্যাবিলিটেশন রোগীর চিকিৎসা দিয়ে থাকেন। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ফিজিওথেরাপির উপ-শাখার বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক রয়েছেন।
তবে অনেকেই এখনও ফিজিওথেরাপিকে উপদেশ হিসেবে চালিয়ে দিতে চান। এর জন্য বাংলাদেশের ফিজিওথেরাপি শিক্ষাব্যবস্থার অব্যবস্থাপনা ও সরকারের উদাসীনতাই দায়ী। এ দেশে যে কেউ প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজেকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে সেন্টার খুলে বসেন এবং ফিজিওথেরাপি চিকিৎসার নামে বাণিজ্য করে থাকেন। সরকারি নীতিমালা না মেনে গড়ে ওঠা বিভিন্ন হাসপাতালেও এ ধরনের সেন্টার দেখা যায়, যেখানে প্রকৃত ফিজিওথেরাপি চিকিৎসা হয় না। বিভিন্ন চিকিৎসকগন নিজেদের অধীনে কিছু টেকনিশিয়ান এর দ্বারা নিজেরাই ফিজিওথেরাপি চিকিৎসা পরিচালনার মাধ্যমে ফিজিওথেরাপির অপচিকিৎসা দিয়ে আসছেন এবং এ চিকিৎসা সম্পর্কে রোগীদের কাছে ভুল ম্যাসেজ দিয়ে যাচ্ছেন।
কিন্তু দ্রুতই এই অবস্থার অবসান হতে চলেছে। সরকারের উচ্চ মহল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসা ও শিক্ষাব্যবস্থায় শৃংখলা আনায়নের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল সাধারণ জনগণ অচিরেই পেতে শুরু করবে। এরই সঙ্গে রোগীদেরও আরও সচেতন হতে হবে। শুধু কম খরচের প্রলোভনে যেখানে-সেখানে ফিজিওথেরাপি নিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। ফিজিওথেরাপি আর সঠিক ফিজিওথেরাপির ফারাক অনেক। তাই চিকিৎসা নেয়ার পূর্বে ফিজিওথেরাপি কী এবং কারা ফিজিওথেরাপি চিকিৎসক তা জেনে নেয়া জরুরি। যারা ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি বা বিপিটি অর্জন করেছেন তারা ফিজিওথেরাপি চিকিৎসক আর যারা মাস্টার অব ফিজিওথেরাপি বা তদূর্ধ্ব ডিগ্রি অর্জন করেছেন তারা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। এছাড়া আর কেউই নিজেকে ফিজিওথেরাপি চিকিৎসক বা বিশেষজ্ঞ পরিচয় দেয়ার বা চিকিৎসা সেন্টার খোলার আইনগত অধিকার রাখে না।
জনগণের স্বার্থে সরকারের পদক্ষেপ আর সবার সচেতনতায় ফিজিওথেরাপি চিকিৎসা ও শিক্ষা এ দেশে প্রসার লাভ করবে, ফিজিওথেরাপি চিকিৎসক ও বিশেষজ্ঞগণ নির্বিঘ্নে জনগণের সেবা করবেন, সবাই এ প্রত্যাশাই করেন।
লেখকঃ
প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর
বিপিটি, এম ডি, এম পি এইচ, এম ডি এম আর, পি এইচ ডি
চেম্বারঃ বাংলাদেশ পেইন, ফিজিওথেরাপি এন্ড রি-হ্যাবিলিটেশন সেন্টার
২৬০/৬ ঢাকা বিজ্ঞান কলেজ বিল্ডিং এর ৫ম তলা / লিফট এ ৪
মোবাইলঃ
০১৬৪১৫৭৬৭৮৭, ০১৭৩৮৩৯৪৩০৯
Comments
Post a Comment