ধর্ম ও ইসলাম
ধর্ম বলতে আমরা কি বুঝি : ধর্ম মানে একজন মানুষ তার অর্জন করা প্রকৃত সু-শিক্ষা ও তার জ্ঞানের মাধ্যমে তার সৃষ্টি কর্তাকে চিনবে এবং সৃষ্টি কর্তার তৈরি এ পৃথিবীতে তারই পাঠানো নিয়ম, নীতি ও শৃঙ্খলা অনুসারে চলবে। এই বিশ্ব ব্রহ্মান্ডে প্রত্যেক কিছুর ধর্ম আছে, যেমন সূর্যের ধর্ম পৃথিবীতে আলো দান করা, চম্বুকের ধর্ম আকর্ষণ করা। তেমনি মানব জীবন গঠনেও মানবের মানব ধর্ম রয়েছে। মানবের যদি জীবনাচরণে নিয়ম, নীতি ও শৃঙ্খলা না থাকে তবে সে পশুর সমতুল্য। মানবের মানব ধর্ম রক্ষা করতে হলে মানবের প্রথম আত্ন শুদ্ধিতা রক্ষা করতে হবে। আত্নশুদ্ধি মানে জীবনাচরনে সত্যকে প্রতিষ্ঠা করা। মানব যতদিন পর্যন্ত সত্যকে প্রতিষ্ঠা করতে পারবে না ততদিন পর্যন্ত ধর্ম নামে সত্যটা তার অন্তরে প্রবেশ করবে না। আল্লাহ কে এবং আল্লাহর ধর্ম কোনটি : আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনিই একমাত্র উপাস্য। তিনিই কেবল আরাধনার যোগ্য। তাহলে এতগুলো ধর্ম পৃথিবীতে এলো কী করে? সন্দেহ নেই, ধর্মের উৎস আল্লাহ তায়ালা। কিন্তু মানুষ আল্লাহ তায়ালাকে ভুলে গিয়ে, আল্লাহর নির্দেশকে অগ্রাহ্য করে তার দেয়া ধর্মে এবং সেই ধর্মীয় হুকুম-আহকাম...