ফিজিওথেরাপি ইজ এ মেডিসিন ফর টুডে এন্ড টুমোরো ট্রিটমেন্ট - বি পি আর সি
ফিজিওথেরাপি ইজ এ মেডিসিন ফর টুডে এন্ড টুমোরো ট্রিটমেন্ট
বিজ্ঞানের
উন্নতির সাথে সাথে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সাধিত হয়েছে ব্যাপক বিল্পব। আর এ বিল্পলের
ফলে আজ চিকিৎসা ব্যবস্থা আমাদের হাতের নাগালে। আর এ চিকিৎসা বিজ্ঞানে মেডিকেল ও ডেন্টালের
ন্যায় নতুন একটি চিকিৎসা ব্যবস্থা বা শাখা
হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। ফিজিওথেরাপি চিকিৎসা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি সর্বাধুনিক শাখা।
ফিজিওথেরাপি চিকিৎসা ছাড়া আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞান অসম্পুর্ন। চিকিৎসা বিজ্ঞানে এমন
কোন উপশাখা নেই যেখানে ফিজিওথেরাপি চিকিৎসার ভুমিকা নেই।
ফিজিওথেরাপি
চিকিৎসা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি সর্বাধুনিক শাখা।
ফিজিওথেরাপি চিকিৎসা বিজ্ঞান ভিত্তিক, আধুনিক, মান-সম্মত, পার্শ্ব-প্রতিক্রিয়া
বিহীন, অটো –ইমিউন প্রসেস যুক্ত, অটো-হিলিং প্রসেস সমৃব্দ একটি সর্বাধুনিক চিকিৎসা
ব্যবস্থা।
আধুনিক
ফিজিওথেরাপি চিকিৎসায় একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট রোগীর রোগের অবস্থার উপর ভিত্তি
করে মেডিসিনের পাশাপাশি বিভিন্ন প্রকার থেরাপিউটিক এক্সারসাইজ, থারমোথেরাপি বা আধুনিক
মেশীনারীজ, এ্যাসিসটিভ ডিভাইছ এবং রোগ ভিত্তিক এ্যাডভাইছ বা উপদেশের মাধ্যমে চিকিৎসা
করে থাকেন।
ফিজিওথেরাপি
জনিত সমস্যায় আক্রান্ত একজন রোগীর ফিজিওথেরাপি
কনসালটেন্সি করবেন একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট।
একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট হওয়ার জন্য প্রয়োজন ফিজিওথেরাপি চিকিৎসার উপর ব্যাচেলর
ও মাস্টার্স ডিগ্রি কমপক্ষে এবং পাশাপাশি প্রয়োজন নুন্যতম ১০ বছরের অভিজ্ঞতা। একজন
ফিজিওথেরাপি রোগীর চিকিৎসা প্রদান করবেন একজন ফিজিওথেরাপি চিকিৎসক (ফিজিওথেরাপি অফিসার)।
একজন ফিজিওথেরাপি চিকিৎসকের যোগ্যতা হতে হবে নৃন্যতম ৫ বছর মেয়াদী ব্যাচেলর অব ফিজিওথেরাপি
(বি পি টি) কোর্স সম্পন্ন কারী । একজন ফিজিওথেরাপি চিকিৎসককে সহায়তা করবেন একজন ফিজিওথেরাপি
এ্যাসিসটেন্ট যার যোগ্যতা হতে হবে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি (ডি পি টি)
কোর্স সম্পন্নকারী। কেননা একজন মেডিকেল কনসালটেন্ট
এর সাথে কাজ করে একজন মেডিকেল অফিসার ( এম বি বি এস) এবং একজন মেডিকেল অফিসারকে সহায়তা
করে একজন মেডিকেল এ্যাসিসটেন্ট ( ডি এম এ)। তেমনিভাবে একজন ডেন্টাল কনসালটেন্ট এর সাথে কাজ করে একজন ডেন্টার অফিসার ( বি ডি এস)
এবং একজন ডেন্টাল অফিসারকে সহায়তা করে একজন ডেন্টাল এ্যাসিসটেন্ট (ডি ডি টি)। এখানে
এক প্রফেশনের চিকিৎসা ব্যবস্থা অন্য প্রফেশেনের দেয়ার কোন এখতিয়ার নাই।
ফিজিওথেরাপি
চিকিৎসার উপশাখা গুলো হলঃ- * নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি * অর্থোপেডিকস ফিজিওথেরাপি *
স্পোর্টস ফিজিওথেরাপি * গাইনোকোলজিক্যাল
ফিজিওথেরাপি * পেডিয়াট্রিক ফিজিওথেরাপি
* জেরিয়াট্রিক ফিজিওথেরাপি * মাসকিউলো – স্কেলিটাল ফিজিওথেরাপি * রেসপিরেটরি ফিজিওথেরাপি * কার্ডিয়াক ফিজিওথেরাপি *রিউমাটোলজিক্যাল ফিজিওথেরাপি * ডিজএ্যাবিলিটি ফিজিওথেরাপি * রি-হ্যাবিলিটেশন ফিজিওথেরাপি * পাবলিক হেলথ ফিজিওথেরাপি * ব্যাক পেইন এন্ড স্পাইন কেয়ার ফিজিওথেরাপি
*
আই সি ইউ ফিজিওথেরাপি * সি সি ইউ ফিজিওথেরাপি
* এন আই সি ইউ ফিজিওথেরাপি * ফিজিক্যাল ফিটনেস ও শারীরিক সক্ষমতায় ফিজিওথেরাপি
"ফিজিওথেরাপি আজ
ও আগামীকালের চিকিৎসারে জন্য
একটি মেডিসিন । ফিজিওথেরাপি আধুনিক
চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষ শাখা। ফিজিওথেরাপি চিকিৎসা বাংলাদেশে একটি ক্রমবর্ধমান পেশা। দিনে দিনে এর জনপ্রিয়তা ব্যাপকভাবে
বৃদ্ধি পাচ্ছে এর মূল্যায়ন, পরিকল্পনা এবং পুনর্বাসন হল ফিজিওথেরাপি চিকিৎসার
চাবিকাঠি।
অর্থোপেডিক,
নিউরোলজি , গাইনোকোলজী, মেডিসিন এবং সার্জারী পরবর্তী অবস্থায় যেখানে ফিজিওথেরাপি চিকিৎসক উপোরোক্ত
চিকিৎসক দলের
একজন গুরুত্বপূর্ণ সদস্য বলে মনে করা হয় সেখানে আরও ভাল ফলাফল পেতে এখন একটি দিনের বহু-বিষয়ক টিম পদ্ধতি অবশ্যই আবশ্যক। অর্থোপেডিক, নিউরোলজিক্যাল, গাইনোকোলজী, মেডিসিন এবং সার্জারির পাশাপাশি
তারা প্রায়শই সার্ভিকাল স্পন্ডিলোসিস, ফ্রোজেন শোল্ডার, টেনিস এলবো, কারপাল টানেল সিনড্রোম, লাম্বার স্পন্ডিলোসিস, প্রল্যাপসড ইন্টারভার্টেব্রাল ডিস্ক, লো ব্যাক পেইন, ব্যাক পেইন,
অস্টিওআর্থ্রাইটিজ, প্ল্যান্টার ফ্যাসাইটিস ইত্যাদির মোকাবিলা করে। বাংলাদেশে মানুষ এখন প্রযুক্তিনির্ভর জীবনযাপনের অভ্যাসের দিকে যাচ্ছে। , এইভাবে আর্থ্রাইটিসের মতো অসংক্রামক রোগকে স্বাগত জানায়। ফলস্বরূপ ফিজিওথেরাপি চিকিৎসার
চাহিদা বাড়ছে
এবং প্রতিটি বেসরকারি হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার ফিজিওথেরাপি বিভাগ খুলছে। খেলাধুলায় চোট আমাদের দেশে এখন সাধারণ ব্যাপার। ফিজিওথেরাপি চিকিৎসক হলেন প্রথম ব্যক্তি যিনি বিভিন্ন ধরণের খেলার আঘাতগুলি এ্যাসেসমেন্ট
এবং ট্রিটমেন্ট করেন। ফিজিওথেরাপির চিকিসার প্রশংসা করছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। প্রমাণগুলি পরামর্শ দেয় যে ফিজিওথেরাপি চিকিৎসা বৈজ্ঞানিক পদ্ধতির
উপর ভিত্তি করে এবং পেশীবহুল ব্যাধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ; অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে এবং গ্রামাঞ্চলে বসবাস করে। সরকারি খাত এখনও মূল ও প্রত্যন্ত অঞ্চলে
ফিজিওথেরাপি সেবা চালু না করায় দরিদ্র
মানুষ ফিজিওথেরাপি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি সুপার স্পেশালাইজড হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগ স্থাপন করা সময়ের দাবি। যত্নের মান প্রদানের জন্য পরিষেবার মান বজায় রাখতে হবে এবং এই চিকিৎসকদের প্রতি
অবিলম্বে অসদাচরণ বন্ধ করা প্রয়োজন।
সড়ক
দুর্ঘটনা আমাদের দেশে নিত্যদিনের ঘটনা এবং অসংখ্য মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে। ফলে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে এবং জাতীয় অর্থনীতি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ফিজিওথেরাপি অক্ষমতা কমানোর লক্ষ্যে পুনর্বাসনের মাধ্যমে মূল ভূমিকা পালন করতে পারে। কেননা ফিজিওথেরাপি চিকিৎসার একটি
মূল উদ্দেশ্য হচ্ছে চিকিৎসার পাশাপাশি রোগীকে পুনর্বাসন করা ।
অর্থোপেডিক,
নিউরোলজি , গাইনোকোলজী, মেডিসিন , সার্জারী এবং ফিজিওথেরাপি পরস্পর সম্পর্কিত এবং পরস্পর নির্ভরশীল। কেউ একা ফলপ্রসূ ফলাফল দেখাতে পারে না। এই সিদ্ধান্তে উপনীত
হয় যে, আমরা যদি সক্রিয় মানুষ পেতে চাই, তাহলে ব্যথামুক্ত জীবন, সুস্থ চলাফেরা, এবং উন্নত স্বাস্থ্যের যত্ন-ফিজিওথেরাপি চিকিৎসা আবশ্যক। সারা বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসার সহজলভ্যতা ও সামর্থ্যের বিষয়ে
নীতিনির্ধারক এবং তহবিল সংস্থার এগিয়ে আসা উচিত।
কেননা
মানব দেহে এমন অনেক স্ট্রাকচার আছে যাদের কোন ব্লাড সারকুলেশন নেই। ফলে মেডিসিন ঔ সমস্ত
জায়গায় পৌছাতে পারে না। কোন জয়েন্ট বা জোড়ার
মুভমেন্ট শক্ত হয়ে গেলে মেডিসিন ব্যথা কমাতে পারে কিন্তু মুভমেন্ট ফ্রি করতে পারে না।
রোগীর ব্যালেন্স ও কো-অরডিনিশন কমে গেলে রোগীকে
স্পেছিফিক এক্সারসাইজ এর মাধ্যমে তার ব্যালেন্স ও কো-অরডিনিশন রি-এডুকেট করতে হবে।
এটি ঔষধ বা মেডিসিনের মাধ্যমে ভাল করার রোগ নয়। এছ্ড়াও অনেক রোগ রয়েছে যার একমাএ ঔষধ
চচ্ছে একমাএ উপদেশ।
সুতরাং
একটি সমন্বিত মেডিসিন যার উচিত
মেডিসিনের পাশাপাশি
রোগীদেরকে আরও ভালো করা, উপসর্গগুলিকে উপশম করা এবং রোগ নিরাময় করা - অথবা এই সবগুলির সংমিশ্রণ
- আমাদের সুস্থ করার জন্য। প্রচলিত আধুনিক মেডিসিনে সাধারণত
ওষুধের চিকিৎসা বা সার্জারি, কাউন্সেলিং
বা মনস্তাত্ত্বিক চিকিৎসা, বা সুস্থতা বজায়
রাখার জন্য জীবনধারার ব্যবস্থার ব্যবহার জড়িত থাকে। কিন্তু একটি রোগের শতভাগ উপশম সম্ভব নয়।
এক্ষে্েএ
ফিজিওথেরাপি চিকিৎসা হচ্ছে একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। ফিজিওথেরাপি চিকিৎসার উপকরন হচ্ছে
·
মেডিসিনের
মাধ্যমে চিকিৎসা
·
থেরাপিউটিক
এক্সারসাইজ বা রোগ ভিত্তিক এক্সারসাইজ এর মাধ্যমে চিকিৎসা
·
থারমোথেরাপি
বা আধুনিক মেশিনারীজ এর মাধ্যমে চিকিৎসা
·
এ্রাসিসটিভ
ডিভাইছ বা বহকারী উপকরন এর মাধ্যমে চিকিৎসা
·
এ্যাডভাইছ
বা রোগ ভিত্তিক উপদেশ এর মাধ্যমে চিকিৎসা
সমন্বিত
চিকিৎসা ব্যবস্থা হল চিকিৎসা পরিচর্যার
একটি পদ্ধতি যা প্রচলিত ওষুধকে
অনুশীলনের সাথে একত্রিত করে যা বিজ্ঞানের মাধ্যমে
দেখানো হয়েছে নিরাপদ এবং কার্যকর। এই পদ্ধতিটি প্রায়শই
রোগীর পছন্দের উপর জোর দেয় এবং এটি স্বাস্থ্যের মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক দিকগুলিকে সম্বোধন করার চেষ্টা করে।
প্রফেসর ডাঃ
মোঃ আবু সালেহ আলমগীর
বি পি টি,
এম ডি, এম পি এইচ. এম ডি এম আর, পি এইচ ডি
ব্যাক-পেইন
ও পাবলিক হেল্থ এবং ডিজএ্রাবিলিটি ও রি-হ্যাবিবিলিটেশন বিশেষজ্ঞ
সিনিয়র ফিজিওথেরাপি
মেডিসিন কনসালটেন্ট
কনসালটেন্ট
ফিজিওথেরাপিস্ট ও বিভাগীয় প্রধান
ফিজিওথেরাপি
মেডিসিন এন্ড রি-হ্যাবিলিটেশন বিভাগ
ইসলামী ব্যাংক
হাসপাতাল মতিঝিল ঢাকা
মোবাইলঃ০১৬৪১৫৭৬৭৮৭,
০১৭৩৮৩৯৪৩০৯
Comments
Post a Comment