ফিজিওথেরাপি মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন
ফিজিওথেরাপি মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন
ফিজিওথেরাপি কি : ফিজিওথেরাপি চিকিৎসা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি অন্যতম প্রধান শাখা। রোগীর রোগের অবস্থার উপর ভিত্তি করে মেডিসিনের পাশাপাশি বিভিন্ন প্রকার আধুনিক ফিজিওথেরাপি মেশীনারীজ, থেরাপিউটিক বা রোগ ভিত্তিক সঠিক ব্যায়াম, যাহা প্রোপার ডায়াগনোসিস বেইজ্ড হতে হবে। পারফেক্ট এ্যাসিসটিভ ডিভাইছ বা সহকারী উপকরন এবং রোগ ভিত্তিক উপদেশ দ্বারা চিকিৎসা করার পদ্ধতিই হচ্ছে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা।
ফিজিওথেরাপি মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন :
ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সর্বাধিক গবেষনালব্দ, বিজ্ঞানভিত্তিক, আধুনিক, মান-সম্মত, পার্শ্ব-প্রতিক্রিয়া মুক্ত, ন্যাচারাল ও অটো-ইমিউন হিলিং প্রসেস সমৃদ্ধ ট্রেডিশনাল মেডিসিন।
মেডিসিন বলতে বুঝায়, সে সকল বস্তু বা উপাদানকে , যাহা কোন রোগ এর চিকিৎসার নিমিত্তে বা রোগটিকে সারাতে অথবা নিরাময় করতে বা প্যতিরোধ করতে বা রোগের লক্ষন গুলোকে নিরাময় করতে ব্যবহার হয়ে থাকে।
রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন হচ্ছে একটি পদ্ধতি বা প্রক্রিয়া যার মাধ্যমে শারীরিক ভাবে একজন অক্ষম ব্যক্তিকে বিভিন্ন প্রকার ফিজিওথেরাপি মেশীনারিজ এবং রোগ ভিত্তিক বিজ্ঞান সম্মত ব্যায়ামের মাধ্যমে তার অক্ষমতা দুর করে তাকে ব্যক্তিজীবনে, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে স্বাভাবিক সক্ষমতায় ফিরিয়ে আনা হয়।
কাদের ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া যায় : শিশু হতে শুরু করে বয়োবৃদ্ধ নারী ও পুরুষ নিম্ন লিখিত সমস্যার কারনে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সুস্থ ও স্বাভাবিক বীবনে ফিরে আসতে পারেন।
কোন কোন রোগে ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া যায় :
- ব্যাক-পেইন জনিত বিভিন্ন প্রকার সমস্যায় ফিজিওথেরাপি
- রিউমাটোলজি জনিত বিভিন্ন প্রকার সমস্যায় ফিজিওথেরাপি
- নিউরোলজিক্যাল জনিত বিভিন্ন রোগে ফিজিওথেরাপি
- অর্থপেডিক্স জনিত বিভিন্ন রোগে ফিজিওথেরাপি
- পেডিয়াট্রিক্সস জনিত বিভিন্ন রোগে ফিজিওথেরাপি
- জেরিয়াট্রিক্সস জনিত বিভিন্ন রোগে ফিজিওথেরাপি
- গাইনোকলজিক্যাল জনিত বিভিন্ন রোগে ফিজিওথেরাপি
- স্পোর্টস ইনজুরি জনিত বিভিন্ন রোগে ফিজিওথেরাপি
- সফ্ ট টিস্যু ইনজুরি জনিত বিভিন্ন রোগে ফিজিওথেরাপি
- বিভিন্ন রোগের রিহ্যাবিলিটেশনে ফিজিওথেরাপি
- বিভিন্ন রোগ প্রতিরোধে ফিজিথেরাপি
- স্পিচ প্রবলেম বা কথা বলার সমস্যায় ফিজিওথেরাপি
যে কোন প্রকারের বাত-ব্যথা, আর্র্র্থাইটিজ, প্যারালাইসিস, ঘাঁড়, পিঠ, কোমড়, কাঁধ ও হাঁটুর ব্যথা , জম্মগত প্রতিবন্ধি ও বিকলাঙ্গ শিশু, স্পোর্সর্টস ইনজুরি এর্ং কথা বলাস সমস্যার সু-চিকিৎসা ও পরামর্র জন্য যোগাযোগ করুন।
বাত-ব্যথা জনিত বিভিন্ন সমস্যায় বিশ্ব - বিখ্যাত ফিজিওথেরাপি চিকিৎসা :
- রিউমাটয়েড আর্থ্রাইটিজ জনিত হাত ও পায়ের বাত-ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা।
- অস্টিও আর্থ্রাইটিজ জনিত হাত ও পায়ের বিভিন্ন জোড়ার বাত ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা।
- এ্যাঙ্কাইলোজিং স্পনডাইলাইটিজ জনিত মেরুদন্ডের বিভিন্ন জোড়ার বাত-ব্যথায় চিকিৎসায় ফিজিওথেরাপি।
- অতিরিক্ত শারীরিক ওজনের কারনে ঘাঁড়, কোমড় ও হাঁটুর বাত-ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা।
- অতিরিক্ত ইউরিক এসিডের কারনে শরীরের বিভিন্ন জোড়ার বাত-ব্যথার চিকিৎসায়।
- হাড়ের ক্ষয়জনিত ও দুর্বলতা জনিত কারনে বিভিন্ন জোড়ার বাত-ব্যথার চিকিৎসায়।
- সফ্ট টিস্যু ইনজুরি বা নরম কোষ কলার আঘাত জনিত বাত ব্যথার চিকিৎসায়
- অতিরিক্ত কোলেস্টেরল এর কারনে মানব শরীরের বিভিন্ন বাত-ব্যথার চিকিৎসায়।
- অতিরিক্ত টক্সীন এর কারনে মানব শরীরের বিভিন্ন বাত-ব্যথার চিকিৎসায়।
- শারীরিক অক্ষমতা ও মানসিক অস্থিরতার কারনে মানব শরীরের বিভিন্ন স্থানের বাত-ব্যথার চিকিৎসায়।
নিউরোলজিক্যাল জনিত বিভিন্ন রোগে বিজ্ঞান-ভিত্তিক ফিজিওথেরাপি চিকিৎসা :
- ব্রেইন স্ট্রোক জনিত হাত, পা ও মুখের প্যারালাইসিসে ফিজিওথেরাপি চিকিৎসা।
- ব্যাকপেইন জনিত ঘাঁড়, পিঠ ও কোমড়ের ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা।
- হেড ইনজুরি জনিত হাত ও পা এবং মুখের প্যারালাইসিসে ফিজিওথেরাপি চিকিৎসা।
- ডিস্ক প্রলাপ্সের কারনে ঘাঁড় ও হাত এবং কোমড় ও পায়ের চিকিৎসায় ফিজিওথেরাপি।
- বেল্স পালসি বা ফেসিয়াল পালসি বা মুখ বেকে যাওয়া জনিত সমস্যায় ফিজিওথেরাপি।
- স্পাইনাল কর্ড ইনজুরি বা মেরুদন্ডের আঘাত জনিত সমস্যায় ফিজিওথেরাপি।
- সার্ভাইক্যাল স্পনডাইলোসিস জনিত ঘাঁড়ের ব্যথার চিকিৎসায় ফিজিওথেরাপি।
- লাম্বার স্পনডাইলোসিস জনিত কোমড়ের ব্যথার চিকিৎসায় ফিজিওথেরাপি।
- লাম্বাগো সায়াটিকা জনিত কোমড় ও পায়ের চিকিৎসায় ফিজিওথেরাপি।
- হাত ও পায়ের ঝি ঝি বা অবশ অবশ জনিত সমস্যায় ফিজিওথেরাপি।
- মেরুদন্ডের হাড়ের ফ্রাকচার পরবর্তী পুনবাসন জনিত চিকিৎসায় ফিজিওথেরাপি।
অর্থপেডিক জনিত বিভিন্ন রোগে সর্বাধিক গবেষনালব্ধ ফিজিওথেরাপি চিকিৎসা :
- অস্টিও আর্থ্রাইটিজ জনিত কাধ ও হাটুর জোড়ার ব্যথায় ফিজিওথেরাপি
- ব্যাক পেইন জনিত ঘাঁড়, পিঠ ও কোমড়ের ব্যথার চিকিৎসায় ফিজিওথেরাপি।
Physiotherapy VS. Medicine
Physiotherapy is a part of the restoration that expects to enable patients to recoup and keep up physical capacities through common means. Physiotherapists’ utilization of instruction, extending, reinforcing, preparations, and controls to help diminish torment in your body — similarly, that medication does.
On the other hand, medicine can be defined as a drug or the art of averting or relieving ailment; the science worried about infection in the entirety of its relations. It can likewise be inferred as the examination and treatment of general infections or those influencing the inward parts of the body, particularly those not more often than not requiring careful intercession.
Physiotherapy VS. Rehabilitation
Rehabilitation is defined as “to restore to a condition of good health, ability to work, or the like" . Physiotherapy is one discipline that can help one rehabilitate from an illness or injury. Other professions which can help a person rehabilitate include physicians, nurses, occupational therapists, speech and language pathologists. Depending on the illness or injury, you may need a team comprising all of the above. For example, a person who has had a stroke may need all of the above. Physiotherapy to address balance, function (transfers, walking, stairs), strength, range of motion, etc. Occupational therapy may address such functional skills as washing, dressing, feeding, toileting, coordination, energy conservation, fine motor control. Speech and language pathologists would address cognitive skills and swallowing. The doctor would address overall health and recovery, medications, prevention of further illness or injury.
Comments
Post a Comment