ফিজিওথেরাপি চিকিৎসা
ফিজিওথেরাপি কি : ফিজিও শব্দের অর্থ চিকিৎসক এবং থেরাপি শব্দের অর্থ চিকিৎসা। ফিজিওথেরাপি শব্দের অর্থ শারীরবিজ্ঞান চিকিৎসা। ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি অন্যতম প্রধান শাখা। রোগীর রোগের অবস্থার উপর ভিত্তি করে মেডিসিনের পাশাপাশি , ফিজিওথেরাপি মেশীনারীজ, আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক ফিজিওথেরাপি এক্সারসাইজ বা ব্যায়াম, ম্যানশনেড এ্যাসিসটিভ ডিভাইছ বা রোগ ভিত্তিক সহকারী উপকরন এবং ম্যানডেটরি এ্যাডভাইছ বা সঠিক উপদেশ দ্বারা চিকিৎসা করার পদ্ধতিই হচ্ছে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা ।
আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসাঃ ৫ এম
০১. মেডিসিন থেরাপি
০২. মেকানিক্যাল থেরাপি
০৩. ম্যানুয়াল থেরাপি
০৪. ম্যানডেটরি এ্যাডভাইছ
০৫. মেনশনেড এ্যাসিসটিভ ডিভাইছ
কাদের ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজনঃ শিশু হতে শুরু করে বয়োবৃদ্ধ নারী ও পুরুষ যারা নিম্নলিখিত সমস্যায় আক্রান্ত , তারা ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
- ঘাঁড়, পিঠ, কোমড়, নিতম্ব, কাঁধ ও হাঁটুর যে কোন প্রকারের ব্যথায় ফিজিওথেরাপি
- মেরুদন্ডের ও স্পাইনাল কর্ডের আঘাত জনিত সমস্যায় ফিজিওথেরাপি
- ব্যাক পেইন, লাম্বাগো সায়াটিকা ও ডিস্ক প্রলাপ্স জনিত সমস্যায় ফিজিওথেরাপি
- ব্রেইন স্ট্রোক, হেড ইনজুরি ও রোড ট্রাফিক এর আঘাত জনিত প্যারালাইসিসে ফিজিওথেরাপি
- বাত জনিত বিভিন্ন প্রকার ব্যথায় ফিজিওথেরাপি
- আর্থ্রাইটিজ জনিত কারনে শরীরের বিভিন্ন প্রকার জোড়ার ব্যথায় ফিজিওথেরাপি
- ডায়াবেটিস রোগীদের বিভিন্ন জয়েন্টের ও মাংশপেশীর ব্যথা ও ব্যথা জনিত দুর্বলতায় ফিজিওথেরাপি
- অতিরিক্ত ইউরিক এ্যাসিড এ আক্রান্ত রোগীদের বিভিন্ন জয়েন্ট বা জোড়ার ব্যথায় ফিজিওথেরাপি
- ভাঙ্গা হাড়ের প্লাস্টার ও প্লাস্টার পরবর্তী জোড়া বা জয়েন্টের বিভিন্ন প্রকার সমস্যায় ফিজিওথেরাপি
- জম্মগত বিকলাঙ্গতা ও প্রতিবন্ধি শিশুর শারীরিক সুস্থতা ও বিকাশে ফিজিওথেরাপি
- নিউরোলজিক্যাল জনিত ঘাঁড়, পিঠ, কোমড় এবং হাত ও পায়ের বিভিন্ন প্রকার সমস্যায় ফিজিওথেরাপি
- অর্থপেডিকস জনিত বিভিন্ন জোড়ার ব্যথা ও ব্যথা জনিত সমস্যায় ফিজিওথেরাপি
- মহিলাদের গাইনোকলজিক্যাল জনিত বিভিন্ন প্রকার সমস্যায় ফিজিওথেরাপি
- স্পোর্টস ইনজুরি জনিত বিভিন্ন প্রকার সমস্যায় ফিজিওথেরাপি
- কথা বলার সমস্যা বা কথা জড়িয়ে যাওয়া বা কথা গুছিয়ে বলতে না পারার সমস্যায় স্পিচ থেরাপি
Comments
Post a Comment