Posts

Showing posts from April, 2025

বি পি আর সি হেল্থ সার্ভিস । কনসালটেন্ট পরিচিতি । প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর । বি পি টি, এম ডি, এম পি এইচ, এম ডি এম আর, পি এইচ ডি ।

কনসালটেন্ট এর পরিচিতিঃ প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর । বি পি টি, এম ডি, এম পি এইচ, এম ডি এম আর, পি এইচ ডি।              বাংলাদেশ পেইন, ফিজিওথেরাপি এন্ড রি-হ্যাবিলিটেশন সেন্টার। প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর। বি পি টি , এম ডি, এম পি এইচ, এম ডি এম আর, পি এইচ ডি। ২০০৫ সালে বাংলাদেশ পেইন, ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার (বি পি আর সি) হেল্থ সার্ভিস প্রতিষ্ঠা করেন। পাশাপাশি এই বি পি আর সি হেল্থ সার্ভিস এর এই দুই শাখায় কনসালটেন্ট হিসেবে ২০০৫ সাল হতে অদ্যবদি নিয়মিত রোগী দেখে আসছেন। বি পি আর সি হেল্থ সার্ভিস বা বাংলাদেশ পেইন, ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার (বি পি আর সি) হেল্থ সার্ভিস ঢাকার প্রানকেন্দ্র মালিবাগ মোড় ও পুর্ব নাখালপাড়ায় অবস্থিত।  বি পি আর সি হেল্থ সার্ভিস এর এই দুটি শাখা ব্যতীত আর কোন শাখা বাংলাদেশে নেই। বি পি আর সি হেল্থ সার্ভিস ২০০৫ সাল হতে অদ্যবদি বাংলাদেশের বিভিন্ন জেলা হতে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের প্রবাসীদের এবং বাংলাদেশ এর বাহির হতে আগত বিভিন্ন দেশের রোগীদের চিকিৎস...

ব্যাক-পেইন ও স্পাইন কেয়ার এন্ড কাইরোপ্রাকটর স্পেশালিস্ট - কনসালটেন্ট পরিচিতি - প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর। বি পি টি, এম ডি, এম পি এইচ, এম ডি এম আর, পি এইচ ডি। বি পি আর সি হেল্থ র্সার্ভিস

প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর বি পি টি  (মেডিসিন ফ্যাকাল্টি - ঢাকা বিশ্ব বিদ্যালয়), এম ডি (ফিজিওথেরাপি মেডিসিন -ইন্ডিয়া), এম পি এইচ (পাবলিক হেল্থ ও নিউট্রিশন - এ আই ইউ বি), এম ডি এম আর (ডিজএ্যাবিলিটি ও রি-হ্যাবিলিটেশন মেডিসিন - ইউ এন আই সি), পি এইচ ডি ( ব্যাক পেইন এন্ড স্পাইন কেয়ার - আমেরিকা) প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর জম্ম গত ভাবে বাংলাদেশী নাগরিক। বাংলাদেশের নোয়াখালী জেলার বেগমগন্জ থানার অর্ন্তগত আলাইয়ারপুর গ্রামের সেরাজ মাস্টারের বাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহন করেন। জম্মের পর হতে অর্থাৎ ছোট বেলা হতেই ঢাকার তেজগাঁও থানার অর্ন্তগত নাখালপাড়া এলাকাতেই বেড়ে উঠেছেন।  নাখালপাড়া এলাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এস এস সি পাশ করেন বিজ্ঞান বিভাগ হতে। ঢাকার ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজ হতে কৃতিত্বের সাথে বিজ্ঞান বিভাগ হতে এইচ এস সি পাশ করেন। ঢাকার আসাদগেট এলাকার দ্যি পিপল্স ইউনিভার্সিটি হতে ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের অধীনে মেডিসিন ফ্যাকাল্টি হতে ৪ বছরের থিউরি + ১ বছরের ইন্টার্নি  সহ ৫ বছর মেয়াদি ব্যাচেলর অব ফিজিওথেরাপি কোর্স সম্পন্ন কর...