Posts

Showing posts from September, 2024

আল্লাহর পরিচয়

   আল্লাহর পরিচয় আল-কুরআন ও আল-হাদীসে আল্লাহ রাব্বুল ‘আলামীনের সত্তা, গুণাবলী, কুদরাত ও অধিকার সম্পর্কে অনেক কথা ছড়িয়ে আছে। সেই কথাগুলোর নিরিখে অতি সংক্ষেপে মহান আল্লাহর পরিচয় তুলে ধরার উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আল্লাহর পরিচয় আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহর আব্বা নেই, আম্মা নেই। আল্লাহর স্ত্রী নেই, পুত্র নেই, কন্যা নেই। আল্লাহ তখনো ছিলেন যখন আর কেউ ছিলো না, আর কিছু ছিলো না।। আল্লাহ তখনো থাকবেন যখন আর কেউ থাকবে না, আর কিছু থাকবে না। অর্থাৎ আল্লাহ চিরকাল ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। আল্লাহ ধ্বংসের ঊর্ধ্বে। আল্লাহ ছাড়া সব কিছুই ধ্বংসশীল। আল্লাহর ক্ষুধা নেই, পিপাসা নেই। আল্লাহ কিছু খান না। আল্লাহ কিছু পান করেন না। আল্লাহর তন্দ্রা নেই, নিদ্রা নেই। আল্লাহ অন্যমনস্ক হন না। আল্লাহ কিছু ভুলে যান না। আল্লাহকে কোন সৃষ্টি দেখতে পায় না। কিন্তু সকল কিছু তাঁর দৃষ্টির অধীন। আল্লাহর দৃষ্টির বাইরে কোন কিছুই থাকা সম্ভব নয়। আল্লাহ একই সময়ে মহাবিশ্বের সকল প্রাণী, বস্তু ও শক্তি (energy) দেখতে পান। আল্লাহ সব কিছুই শুনেন। মহাবিশ্বের সর্বত্র উচ্চারিত প্রতিটি কথা ও উত্থিত প্রতিটি আওয়াজ তিনি এ