কোন কোন অবস্থায় কাদের ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন - বি পি আর সি
কোন কোন অবস্থায় কাদের ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন
আমরা কোন রোগে আক্রান্ত হলে, ডাক্তার বা চিকিৎসকের কাছে যাই বা সরনাপন্ন হই। চিকিৎসক রোগের ইতিহাস পর্যালোচনা করে বিভিন্ন টেস্টের এর মাধ্যমে নিশ্চিত হয়ে কিছু ঔষধ প্রেসক্রিপশন করে , খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এসকল ঔষধ খেলে রোগ সারে - কথাটা যেমন সত্য, তেমনি এ কথাটাও সত্য যে , সকল প্রকার রোগ ঔষধে ভাল হয় না। কেননা মানবদেহের সকল জায়গায় রক্ত সরবরাহ হয় না। ফলে ঔষধ ঐ সমস্ত জায়গায় পৌছাতে পারে না। কেননা ঔষধ রক্তের মাধ্যমে বিভিন্ন স্ট্রাকচারে পৌছে থাকে।
# পেডিয়াট্রিক বা বাচ্চাদেরঃ সেরিব্রাল পালসি, ক্লাব ফুট বা বাকা পা যুক্ত শিশু, টরটিকলিস বা ঘাড় বাকা শিশু , ডিলে ডেভলপমেন্ট যুক্ত শিশুদের সুস্থতায় ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে থাকে।
# জেরিয়াট্রিক বা বয়স্কদেরঃ আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমরা বার্ধক্য এর দিকে যেতে থাকি। বার্ধক্যে উপনিত হলে আমাদের শরীরের হাড় সমূহে ডিজেনারেটিভ বা ক্ষয় জনিত পরিবর্তন শুরু হয়। এর ফলে শরীরে দেখা দেয় আর্থ্রাইটিজ। যার ফলশ্রুতিতে মানবদেহে ফ্লেক্সইবিলিটি এবং মোবিলিটি বা নড়াচড়ায় সমস্যা দেখা দেয়। ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এসকল রোগীর ফ্লেক্সইবিলিটি এবং মোবিলিটি বা নড়াচড়ায় স্বাভাবিক সক্ষমতা ফিরিয়ে আনার পাশাপাশি তার ডিজেনারেটিভ বা ক্ষয়জনিত পরিবর্তনকে স্লো করে দেয়া হয়। পাশাপাশি তার মাসেল পাওয়ার ও জয়েন্ট এ্যাকটিভ করে তাকে দির্ঘদিন সক্ষম রাখতে সহায়তা করে। এছাড়া বিভিন্ন প্রকার ডিফরমিটি যেমন-স্কোলিওসিস, কাইফোসিস, লরডোসিস, কাইফো-স্কোলিওসিস, লরডো-স্কোলিওসিস, জয়েন্ট স্টিফনেস এ ফিঝিওথেরাপি অথ্যান্ত কার্যকর।
# স্পোর্টস ইনজুরি জনিত সমস্যায়ঃ মাঠে খেলার সময় আঘাত জনিত সমস্যার দ্রুত সমাধান এর জন্য এবং পাশাপাশি একজন খেলোয়ার এর পারফরমেন্স ও শারিরিক ফিটনেস বজায় রাখতে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপুনূ ভুমিকা পালন করে থাকে।
# প্লাষ্টার খোলার পরবর্তী পর্যায়ঃ ফ্রাকচার বা হাড় ভেঙ্গে যাওয়ার পর, ডিজলোকেশন বা হাড়ের স্থানচ্যুতি বা সাবলাক্সজেশন এর কারনে প্লাষ্টার করা হলে এবং পরবর্তী পর্যায়ে প্লাষ্টার খোলার পর , জয়েন্ট সাধারনত শক্ত বা স্টিভ হয়ে যায়। সেই সাথে মাসেল সমূহ টাইট হয়ে যায় বা শুকিয়ে যায় জয়েন্ট স্টিভ থাকার জন্য। এসকল সময় প্লাষ্টার খোলার পর স্বাভাবিক সক্ষমতা ফিরিয়ে আনার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপুর্ন ।
# গাইনোকলজিক্যাল জনিত সমস্যায়ঃ সন্তান বা বাচ্চা জম্নদানের পুর্বে , জম্নদানের পরে এবং সিজারিয়ান সেকশন পরবর্তী পর্যায়ে রি-হ্যাবিলিটেশন এর মাধ্যমে একজন মাকে তার পর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা অত্যান্ত গুরুত্বপুর্ন। কেননা এর মাধ্যমে একজন মায়ের মাসেল পাওয়ার , মাসেল ফ্লেক্সইবিলিটি ও সঠিক পোশ্চার ফিরিয়ে আনা হয়। এছাড়া গর্ভকালীন ও এ্যানেসথেসিয়া করার পরবর্তী পর্যায়ে কোমড় ব্যথাসহ শারিরীক ফিটনেস ধরে রাখতে ফিজিওথেরাপি চিকিৎসা গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে।
* বার্ন বা পোড়া রোগীর চিকিৎসায়ঃ কোন মানুষের দেহের কোন অংশ পুড়ে গেলে , আক্রান্ত স্থানের জয়েন্ট শক্ত হয়ে যায় এবং মাসেল সমূহে কনট্রাকচার ডেভলপ করে , স্বাভাবিক সক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার কারনে। এসকল সক্ষমতা ফিরিয়ে আনার কোন ঔষধ পৃথিবীতে নেই। এসকল মাসেল কনট্রাকচার এবং জয়েন্ট স্টিভনেস যেন পারমানেন্ট না হয়ে যায় এবং রোগী যাতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, তার একমাএ চিকিৎসা হল ফিজিওথেরাপি চিকিৎসা।
# বিভিন্ন প্রকার রোগের পুর্নবাসনেঃ ব্রেইন স্ট্রোক এর কারনে শরীরের একপাশ দুর্বল হয়ে গেলে , বেলিস পালসি জনিত রোগে মুখের একপাশ দুর্বল হয়ে গেলে, ফেসিয়াল পালসি জনিত কারনে মুখের একপাশ দুর্বল হয়ে গেলে, আঘাত জনিত কারনে এবং অপারেশন পরবর্তী বিভিন্ন প্রকার জটিলতা নিরাময়ে একমাএ সমাধান ফিজিওথেরাপি।
# হার্ট ও ফুসফুসের জটিলতয়ঃ
দীর্ঘদিন বুকে জমে থাকা কফ বের করার জন্য, শ্বাস কষ্ট দুর করতে এবং ফুসফুসের কর্মদক্ষতা বাড়াতে চেষ্ট ফিজিওথেরাপি অত্যান্ত কার্যকর।
এছাড়াও হার্টের অপারেশনের আগে ও পরবর্তী পর্যায়ে কার্ডিয়াক ফিজিওথেরাপি গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে।
আই সি ইউঃ একজন আনকনশাস , সেমিকনশাস ও কনশাস রোগীর মাসেল পাওয়ার , জয়েন্ট মোশন, প্রেসার ষোর, পশজশনিংএবং কার্ডিও রেসপিরেটরি ফাংশন ঠিক রাখার জন্য প্রয়োজন সঠিক ফিজিওথেরাপি।
প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর
বাংলাদেশ পেইন, ফিজিওথেরাপি এন্ড রি-হ্যাবিলিটেশন সেন্টার,
মালিবাগ মোড়, ঢাকা।
মোবাইল ০১৬৪১৫৭৬৭৮৭, ০১৭৩৮৩৯৪৩০৯
Comments
Post a Comment