Posts

ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে কি করবেন এবং কি করবেন না - বি পি আর সি হেল্থ সার্ভিস - প্রফেসর ডাৎ মোঃ আবু সালেহ আলমগীর

  ইলেকট্রোলাইট এক ধরনের আয়ন , যা মানবদেহের কোষ ও অঙ্গ - প্রত্যঙ্গের কার্যাবলি যথাযথভাবে নিয়ন্ত্রণের জন্য খুব জরুরি। সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমে ইলেকট্রোলাইট দেখা হয়। নাম সেরাম ইলেকট্রোলাইটস। এ পরীক্ষায় দেখা হয় সোডিয়াম , পটাশিয়াম , বাইকার্বনেট ও ক্লোরাইড কত পরিমাণে আছে সেটা। শরীরে থাকা ইলেকট্রোলাইটগুলোর মধ্যে ভারসাম্য বা সমন্বয় না থাকলে জীবনহানির মতো মারাত্মক অবস্থাও সৃষ্টি হতে পারে। ইলেকট্রোলাইটের পরিমাণ দেখে কিছু রোগ সম্পর্কেও ধারণা পাওয়া যায়। যেমন - সোডিয়ামের আধিক্য ঘটে কিডনির অসুখে , ঘাটটি হয় কনজেস্টিভ হার্ট ফেইলুরে। পটাশিয়ামের আধিক্য ঘটে কিডনির কার্যক্ষমতা কমে গেলে , ঘাটতি ঘটে ডায়রিয়াতে। ইলেক্ট্রোলাইট হল ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত কণা যা সহজেই পানিতে দ্রবীভূত হয়। শরীরে প্রধান ধনাত্মক চার্জযুক্ত ইলেক্ট্রোলাইট হল সোডিয়াম , পটাসিয়াম ,  ক্যালসিয়াম   এবং ম্যাগনেসিয়াম , যেখানে ঋণাত্মক চার্জযুক্ত ইলেক্ট্রোলাইট হল ক্লোরাইড , ফসফেট এবং বাইকার্বোনেট । লবণ হলো ...