সেরিব্রাল পালসি জনিত সমস্যায় ফিজিওথেরাপি মেডিসিন এন্ড রি-হ্যাবিলিটেশন - বি পি আর সি
সেরিব্রাল পালসি জনিত সমস্যায় ফিজিওথেরাপি মেডিসিন এন্ড রি-হ্যাবিলিটেশন সেরিব্রাল পালসি কি ? সেরিব্রাল পালসি বা সিপি হল একদল ব্যাধি যা পেশীর অঙ্গবিন্যাস সহ পেশী আন্দোলনকে প্রভাবিত করে। এই ব্যাধিটি সাধারণত জন্মের আগে মস্তিষ্কে আঘাতের কারণে হয়। ‘ সেরিব্রাল ’ মানে মস্তিষ্কের সম্পৃক্ততা , এবং ‘ পালসি ’ মানে দুর্বলতা বা পেশী ব্যবহারে সমস্যা। সাধারণত ছোট বাচ্চাদের মধ্যে এই ব্যাধির লক্ষণ দেখা যায়। সাধারণত , সেরিব্রাল পলসিতে আক্রান্ত শিশুদের দুটির বেশি উপসর্গ দেখা যায় , যেমন পেশির দুর্বলতা , অঙ্গ - প্রত্যঙ্গের অস্বাভাবিকতা বা শরীরের গঠন অস্বাভাবিক হওয়া ইত্যাদি। কিছু কিছু শিশুর ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা শুরু করা না হলে লক্ষণগুলি গুরুতর পর্যায়ে পৌঁছে যায়। সেরিব্রাল পলসির চিকিৎসা তিন বছরের কম বয়সী শিশুদের জন্য উপলব্ধ নয় , তবে তিন বছরের বেশি বয়সী শিশুদের চিকিৎসা করা যেতে পারে। কিছু গবেষকদের মতে , তিন বছরের বেশি বয়সী ২০০০ শিশুর মধ্...