Posts

Showing posts from February, 2024

উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্ত চাপ এর মধ্যে পার্থক্য কি কি - বি পি আর সি

  উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্ত চাপ এর মধ্যে পার্থক্য কি কি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার এবং নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেসার দুটোই মানব   শরীরের জন্য ক্ষতিকারক। উভয়ে মধ্যে মিলের চেয়ে বেশি অমিল পরিলক্ষিত হয়। উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপের মধ্যে পার্থক্য নিম্নলিখিত তথ্যের আলোকে বুঝা যায়। নিম্নরূপ - উচ্চ রক্তচাপ (High Blood Pressure) : স্বাভাবিক মাত্রা থেকে কারো শরীরে যদি Blood Pressure এর মাত্রা বেড়ে যায় তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার বলে। যার আরেক নাম উচ্চ রক্তচাপ , HTN , বা HPN, হল একটি রোগ যখন কোন ব্যক্তির রক্তের চাপ সব সময়েই স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে। হাইপারটেনশনকে প্রাথমিক ( আবশ্যিক ) হাইপারটেনশন অথবা গৌণ হাইপারটেনশনে শ্রেণীভুক্ত করা হয়। প্রায় ৯০ – ৯৫ % ভাগ ক্ষেত্রেই “ প্রাথমিক হাইপারটেনশন ” বলে চিহ্নিত করা হয়।বাকি ৫ - ১০ % বিভিন্ন রোগের কারণে হয়। যে সকল কারণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে তোলে সেগুলো হল : বেশি লবণ গ্রহণ , অতিরিক্ত মেদ , কাজের চাপ , মদ্যপা